যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি বিমান হৃদের পানিতে পড়ে সাত জন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিমানটি হৃদে পড়ে।
সিএনএন এর খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ ধারণা করছে ওই বিমানে থাকা আর কেউ জীবিত নেই। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে, সি-৫০১ বিমানটি পারসি প্রিস্ট হৃদে পড়ে যায়। এতে সাত জন নিহত হন। বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।
রাদারফোর্ড কাউন্টির ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জোশুয়া স্যান্ডার্স এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধারকর্মীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়। উদ্ধারকর্মীরা শনিবার গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিল। তবে ধারণা করা হচ্ছে, কেউ আর বেঁচে নেই।