English

24 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের আহ্বান, খাদিজার ব্যাপারে যে সিদ্ধান্ত নিল পাকিস্তান

- Advertisements -

পাকিস্তানে আটক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক খাদিজা শাহকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার এবং পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের এই দ্বৈত নাগরিককে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব প্রশাসন।

এর পরিপ্রেক্ষিতে আজই খাদিজার সাথে মার্কিন প্রতিনিধি দলের দেখা করার কথা রয়েছে।

গত ৯ মে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হলে পাকিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি, বেসরকারি এমনকি সামরিক স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় খাদিজা শাহকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বুধবার বলেছে, তাদের কূটনীতিকরা বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইলানের প্রতিষ্ঠাতা খাদিজা শাহের অ্যাক্সেস (দেখা ও কথা বলার অনুমতি) পাননি। গত ৯ মে প্রতিবাদের পর তাকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়েছিল। এরপরই এই প্রবেশাধিকার চাওয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন