বিশ্বে করোনায় গতকাল ৯ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২২ লাখ ৩৭ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত ১০ কোটি ৩৬ লাখের বেশি। করোনায় একদিনে ৯ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যু ২২ লাখ ৩৭ হাজারের বেশি।
যুক্তরাজ্যে দ্রুত গতিতে চলছে করোনার টিকা নেওয়ার কার্যক্রম। দেশটির প্রায় ৯০ লাখ নাগরিক টিকা নিয়েছেন। যুক্তরাষ্ট্রে গত প্রায় এক সপ্তাহের সর্বনিম্ম রেকর্ড একদিনে ১ হাজার ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। মেক্সিকোতে নতুন করে ১ হাজার ৪৯৫ জনের প্রাণহানি হয়েছে। গত পাঁচ দিনে দেশটিতে মৃত্যু প্রায় দেড় হাজার মানুষ মৃত্যুবরণ করেছে করোনায়।
ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছে ,ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে করোনার টিকার সরবরাহ আরো ৩০ শতাংশ বাড়াতে চায়। সরকারের সিদ্ধান্তনুযায়ী নেদারল্যান্ডসে প্রাথমিক বিদ্যালয় গুলো খুলে দেয়া হবে ৮ই ফেব্রূয়ারি থেকে।
অন্যদিকে, করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েলে লকডাউনের মেয়াদ ৫ই ফেব্রূয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।