তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা যুক্তরাজ্য। তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসে। সে হিসেবে দেশটির রেকর্ডে উষ্ণতম দিন হতে পারে সোমবার (১৮ জুলাই)। এমনই পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস।
এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্ক এলাকার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাজ্যে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড, যেটি ২০১৯ সালে কেমব্রিজে ছিল।
যুক্তরাজ্যের বাকি অংশেও উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বাকি অংশ, পুরো ওয়েলস এবং স্কটল্যান্ডের কিছু অংশে সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিম সাহারা ও ক্যারিবিয়ানের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে লন্ডন সোমবার বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হতে চলেছে।
বুধবার পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা।
আবহাওয়া অফিস বলছে, জীবনের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে। এমন পরিস্থিতিতে রেল চলাচলে গতি কমানো, স্কুলের সময়সীমা কমিয়ে আনা ও হাসপাতালগুলোতে বেশ কিছু এপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।