English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

যুক্তরাজ্যে করোনায় ৭ দিনে তিন লক্ষাধিক আক্রান্ত: মৃত্যু ৮৩১

- Advertisements -

যুক্তরাজ্যে করোনায় গত ১ সপ্তসাহে ৩ লাখ ১২ হাজার ৪৫০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে প্রাণ হারিয়েছে ৮৩১ জন। ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪২৪ জনে।

Advertisements

একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৫৮৪ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৪৭ জন।

এ দিকে গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৪১ ও বুধবার ১৭১ জন। আক্রান্তের সংখ্যা ছিল গতকাল ৫৩ হাজার ৯৪৫ ও বুধবার ৪৮ হাজার ৩৭৪ জন।

Advertisements

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১০ লক্ষ ৪৬ হাজার ১৩৩ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৬৪ লক্ষ ৬২ হাজার ৬৩৮ জন। তৃতীয় ডোজ বুস্টার নিয়েছেন ১ কোটি ৯৪ লক্ষ ৩৬ হাজার ৮৮৫ জন।

উল্লেখ্য,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন