English

30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
- Advertisement -

যত সময় লাগুক ইউক্রেনের সঙ্গে থাকবো: বাইডেন

- Advertisements -

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে অ্যামেরিকার জন্য, বিশ্বের জন্য ‘পরীক্ষা’ মন্তব্য করে তিনি বলেন, এই স্বেচ্ছাচারিতা থেকে স্বাধীনভাবে মানুষের বাঁচার জন্য আমরা অবস্থান নেব। গণতন্ত্রকে রক্ষার পক্ষে অবস্থান নেব। কারণ এ ধরনের সামরিক আগ্রাসন আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধির ওপর আক্রমণ।

জো বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ন্যাটোকে একত্রিত করেছে। আমরা একটি বৈশ্বিক জোট তৈরি করেছি।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি।

অধিবেশন কক্ষে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে যাবে। যত সময়ই লাগুক আমরা আপনাদের সঙ্গে থাকবো।

বাইডেন বলেন, আরও স্বাধীনতা, মর্যাদা ও শান্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। শুধু ইউক্রেন নয়, বিশ্বের সব জায়গায় জন্য।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরু করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন