English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মোবাইল ফোনে আসক্তির পরিণতি ‘হুইলচেয়ার’!

- Advertisements -

মোবাইল ফোনে অত্যধিক আসক্তির পরিণতি কি হতে পারে তা আরো একবার সামনে এলো। একজন সোশ্যাল মিডিয়া তারকার দাবি মোবাইল ফোনে ১৪ ঘন্টা সময় কাটানোর জেরে তিনি এখন ডিজিটাল ভার্টিগোরশিকার। তাঁর জীবন এখন কাটছে হুইলচেয়ারে। NY পোস্ট অনুসারে বছর ২৯ -এর ফেনেলা ফক্স বলেছেন যে তিনি সকাল থেকে রাত পর্যন্ত তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন। ইনস্টাগ্রামে আসক্তির জেরে তিনি ১ লক্ষ ৫৬ হাজারেরও বেশি ফলোয়ার সংগ্রহ করেছেন। কিন্তু ২০২১ সালের শুরুর দিকে ফেনেলার হঠাৎ করে তীব্র মাথাব্যথা এবং ঘাড়ের ব্যথা শুরু হয়, যা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় মাথা ঘোরা এবং বমি বমি ভাব।

ফক্স ‘মিররকে’ বলেছেন -” একদিন আমি অনুভব করতে শুরু করি যে আমি সত্যিই ঠিকভাবে হাঁটতে পারছি না। আমার মাথা ঘুরতো, মাথায় উদ্ভট কল্পনা আসতো। এই কষ্ট সহজে ব্যাখ্যা করার মতো নয়।”সেই সময়, সোশ্যাল মিডিয়া তারকা ফক্স পর্তুগালে বসবাস করছিলেন, যেখানে ডাক্তাররা তার সমস্যা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তার লক্ষণগুলি আরও চরম আকার ধারণ করতে শুরু করলে, ফক্স তার বাবা-মায়ের কাছে যুক্তরাজ্যে চলে যান।

সেখানে বিমানবন্দরে প্রথম হুইলচেয়ারের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিমান থেকে নেমে গাড়ি পর্যন্ত হুইলচেয়ারেই গিয়েছিলেন ফক্স। এরপর ধীরে ধীরে শয্যাশায়ী হয়ে পড়েন ফক্স। ঠিকমতো হাঁটতে চলতে পারতেন না, কোথাও যেতে গেলে প্রয়োজন হতো হুইলচেয়ারের। তখনও সমস্যার সঠিক কারণ জানতে না পেরে ফোন নিয়েই নাড়াঘাটা করতেন ফক্স। যুক্তরাজ্যের চিকিত্সকরা এটিকে এক উদ্ভট ব্যাধি বলে চিহ্নিত করেছেন। তাঁরা এটির নাম দিয়েছেন ”সাইবারসিকনেস”। যার থেকে জন্ম নেয় “ডিজিটাল ভার্টিগো”। বিষয়টি জানার পর নিজেকে মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে নেন ফক্স। 

তিনি জানাচ্ছেন -” আমি আমার ফোনটি বন্ধ করে দিয়েছিলাম এবং আলমারির পিছনে ফেলে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম আবার হাঁটতে।” ডঃ গিলিয়ান আইজ্যাকস রাসেল বলেছেন যে- স্ক্রীনের দিকে তাকিয়ে অতিরিক্ত সময় কাটানোর জেরে এই ধরণের উপসর্গ দেখা দিতে পারে। মোবাইল ফোনের মোশনের জেরে আমাদের দেহে “ভিজ্যুয়াল ভেস্টিবুলার কনফ্লিক্ট” তৈরী হয়।

মস্তিষ্ক এমন বার্তা পায় যে আপনি বুঝি সবসময় নড়াচড়া করছেন। এর থেকে দেখা দেয় মোশন সিকনেস।” দুর্ভাগ্যবশত ফক্সের মতো অনেকেই আছেন যাঁরা আয়ের জন্য তার সোশ্যাল মিডিয়া স্ট্রিমগুলির উপর নির্ভর করেন।ইনস্টাগ্রাম ছাড়াও, ফক্স OnlyFans-এ একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যেখানে তিনি প্রতি মাসে ১৫ হাজার ডলারেরও বেশি উপার্জন করেন বলে জানা গেছে। ফক্স দাবি করেছেন যে তিনি আর ঘন ঘন ফোনের দিকে তাকাতে পারবেন না, কারণ তার লক্ষণগুলি আবারো শরীরে দ্রুত ফিরে আসবে। চোখে একরাশ জল নিয়ে ফক্স বলেন – ”ফোনই এখন আমাদের জীবন, আমাদের পৃথিবী। আমরা যদি অর্থোপার্জন করতে চাই, ঘুম না হওয়া পর্যন্ত আমাদের ফোন হাতে নিয়েই জেগে থাকতে হবে।”

সূত্র : couriermail.com.au

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন