যখন ধর্ষন এড়ানোর কোনও উপায় থাকেনা, তখন মেয়েরা হৈচৈ না করে তা উপভোগ কেন করেনা- কর্ণাটকের প্রাক্তন স্পিকার ও বিশিষ্ট কংগ্রেস নেতা কে আর রমেশ রাও এর এই কথায় ভারত জুড়ে আলোড়ন পড়ে গেছে। কংগ্রেস নেতা কোনও প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করেননি। তিনি খোদ কর্ণাটক বিধানসভায় এই বক্তব্য রেখেছেন স্পিকারের জবাবী ভাষণ দেয়ার সময়।
কর্ণাটক বিধানসভায় এই বক্তব্যে হাসির রোল উঠলেও দেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মহিলা সংগঠনগুলি কে আর রমেশ রাও এর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। একজন বিশিষ্ট কংগ্রেস নেতা কি ভাবে এমন কুরুচিকর মন্তব্য করেন তাই নিয়েও প্রশ্ন উঠেছে। কে আর রমেশ রাও অবশ্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রথম এলেন তা নয়। তিনি কর্ণাটকের স্পিকার থাকার সময় তাঁর ঘুষ নেয়া নিয়ে একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর বিধানসভায় মন্তব্য করেছিলেন যে তাঁর নিজেকে একজন রেপ ভিক্টিম বলে মনে হচ্ছে।