মেয়েদের হাই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আফগান তালেবান। গোষ্ঠীটির দাবি, শিক্ষার্থীদের স্কুল পোশাকের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া বাকি আছে, তাই আপাতত স্কুল খুলছে না।
গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কয়েক মাস বিধিনিষেধের পর দেশব্যাপী স্কুলগুলো খোলার সময় ঘোষণা করেছিল তারা। বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় হঠাৎ করে মেয়েদের হাই স্কুলগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয়ের এক নোটিসে বলা হয়েছে, ‘আমরা সব বালিকা হাই স্কুল এবং যে সব স্কুলে ষষ্ঠ শ্রেণির উপরে মেয়ে শিক্ষার্থী রয়েছে তাদেরকে জানাচ্ছি যে, পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়েছে, ‘শরিয়া আইন ও আফগান ঐতিহ্য’ অনুসারে মেয়ে শিক্ষার্থীদের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে স্কুলগুলো আবার চালু হবে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, আজ (বুধবার) সকালে তালেবান কর্মকর্তারা স্কুলে খুলতে অস্বীকার করার পর থেকে তার মেয়ে হতবাক হয়েছে এবং কান্নায় ভেঙে পড়েছে।
তিনি বলেন, ‘আমার মেয়ের কিছু হলে আমি তালেবানদের ক্ষমা করব না।’