বাবার মাদক গ্যাংয়ের একাংশের নেতা হিসেবে নিজেকে দাবি করেন ওভিদিও গুজমান লোপেজ, আইন শৃঙ্খলা বাহিনী তার ওপর ছয় মাস ধরে নজরদারি চালানোর পর মেক্সিকোর কুলিয়াকান শহর থেকে ওভিদিওকে গ্রেপ্তার করেছে।
বিবিসি জানিয়েছে, সেখানকার অন্তত দুটি বিমানে গুলির আঘাত লেগেছে, তার মধ্যে একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছে।
সিনালোয়া বিমানবন্দরে বিশৃঙ্খলার জেরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, রাজ্যের গভর্নর বলেছেন, সংঘর্ষে অন্তত ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওভিদিও গুজমান লোপেজের ডাকনাম ‘দ্য মাউস’, মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম মাদক পাচারকারী সংগঠন সিনালোয়া কার্টেল।
বাবার কুখ্যাত দলের একাংশের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ওভিদিওর বিরুদ্ধে।