প্রেসিডেনশিয়াল ক্ষমা পেয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়াং-বাক। দুর্নীতি মামলায় তার ১৭ বছরের সাজা মওকুফ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচারমন্ত্রী।
লি ছাড়াও এই ক্ষমা পেয়েছেন আরও ১৩ শ’র বেশি মানুষ।
৮১ বছরের লি’কে বয়স বিবেচনায় চলতি বছরের জুন মাসেই কারামুক্তি দেওয়া হয়েছিল। তিনি ঘুষ গ্রহণ ও অর্থ আত্মস্মাৎ মামলায় ১৭ বছরের কারাভোগ করছিলেন।
সেই হিসেবে ২০৩৬ সালে কারামুক্তি পাওয়ার কথা ছিল লি’র, তখন তার বয়স হতো ৯৫ বছর।
হুন্দাইর সিইও থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া লি’র বিরুদ্ধে আনা ১৬ অভিযোগে ২০১৮ সালে তাকে দোষী সাবস্ত্য করা হয়। ২০২০ সালে তাকে কারাদণ্ড দেয় আদালত।