English

28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
- Advertisement -

মার্কিন সিনেটে ইতিহাস গড়লেন দুই কৃষ্ণাঙ্গ নারী

- Advertisements -

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো দুই কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা দুজন হলেন- লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা আলসোব্রুকস। লিসা ব্লান্ট ডেলাওয়্যার থেকে ও অ্যাঞ্জেলা মেরিল্যান্ড থেকে নির্বাচিত হয়েছেন।

বুধবার দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে দিয়ে ব্লান্ট রচেস্টার ডেলাওয়্যারের একজন কংগ্রেসওম্যান ও রাজ্যের প্রতিনিধিত্বকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হবেন। আর সাবেক কাউন্টি এক্সিকিউটিভ ও প্রসিকিউটর আলসোব্রুকস মেরিল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ নারী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে সিনেটে ছয়জন কৃষ্ণাঙ্গ নারী দায়িত্ব পালন করেছেন। তবে একই সময় একাধিক নারী কখনোই ছিলেন না। যা এবারই প্রথম। ক্যারল মোসেলি ব্রাউন, কমলা হ্যারিস ও ল্যাফোনজা বাটলারসহ আরও তিনজন কৃষ্ণাঙ্গ নারী এর আগে মার্কিন সিনেটে কাজ করেছেন।

জয়ের পর ব্লান্ট রচেস্টার বলেন, “আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের মানুষ তাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে উৎসাহী হয়। আমি তরুণদের কাছে একটি বার্তা রেখে দিয়েছি যারা এখানে দাঁড়িয়ে আছে। এর থেকে আপনিও পরবর্তীতে এ স্থানে আসতে পারবেন।”

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য আমি কাজ করতে চাই। এ দেশকে আমি কিছু দিতে চাই।”

তার এমন সাফল্যের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফোনে অভিনন্দন জানিয়েছিলেন বলেও জানান তিনি।

এদিকে ব্লান্ট রচেস্টার এবং আলসোব্রুকস অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, তারা তাদের নিজ নিজ রাজ্যে প্রচারণা চালিয়ে বন্ধু হয়ে উঠেছে্ন। এখন তারা নিজেদেরকে “বোন সিনেটর-টু-বি” বলে ঘোষণা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন