করোনায় সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা প্রকৃত পরিসংখ্যান থেকেও তিন গুণ বেশি বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬০ লাখের মত মানুষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১৯১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে বলেছেন, করোনায় মৃত্যুর প্রকাশিত সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা তিনগুণ বেশি।
তারা বলেছেন, কিছু মৃত্যু ঘটেছে ভাইরাসের কারণে আর কিছু মৃত্যু করোনা সংশ্লিষ্ট জটিলতার কারণে। কারণ কারও শারীরিক সমস্যা থাকলে করোনা সংক্রমণের কারণে শারীরিক অবস্থার অবনতি হতে দেখা যায়।
অর্থাৎ গবেষকদের প্রতিবেদন অনুযায়ী বিশ্বে ১ কোটি ৮০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মহামারির দুই বছর বিশ্বে মৃত্যুর হার অপ্রত্যাশিতভাবে বেশি ছিল বলে মনে করেন গবেষকরা।
তবে গবেষকরা আশা প্রকাশ করেছেন টিকা এবং নতুন চিকিৎসা ব্যবস্থার ফলে করোনায় মৃত্যু কমে যাবে। মহামারি এখনও শেষ হয়নি বলেও সর্তক করেছেন তারা।