দায়িত্ব গ্রহণের পরই অভিবাসন প্রক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে বৈধ কাগজ না থাকা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতির মধ্যে মার্কিন ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে ভারতে মন্দিরে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ভিসাপ্রাপ্তি-বিষয়ক প্রার্থনার জন্য ভারতের পশ্চিমাঞ্চল গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন জনপ্রিয় উপাসনা কেন্দ্র হয়ে উঠেছে। অনেকেই এ মন্দিরকে এখন ‘ভিসা হনুমান’ মন্দির বলে ডাকেন।
জানা গেছে, এইচ ১ বি ভিসা প্রোগ্রামের অধীনে সফটওয়্যার প্রকৌশলী এবং বিজ্ঞান, প্রযুক্তি, গণিত বা ইঞ্জিনিয়ারিং খাতের অন্যান্য দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়া হয়। আর এ ভিসা দুই-তৃতীয়াংশই পেয়ে থাকেন ভারতীয়রা। তবে বিষয়টি এখন জটিল হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প ভিসা প্রক্রিয়াকে আরও জটিল করতে চান।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর সময় যাত্রাপথে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদি সরকার। গেল বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্যবাহী বিমানে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়।