করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে, নির্বাচনের আগেই প্রতিষেধক আসবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও ৩ নভেম্বরের ডেডলাইন কার্যত ‘অবাস্তব’ বলে জানালেন হোয়াইট হাউসের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস ডিরেক্টর অ্যালিসা ফারাহ।
তাঁর কথায়, ‘‘বছরের শেষে প্রতিষেধক আনার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ঠিকই। কিন্তু তা বলে নির্বাচনের মধ্যেই প্রতিষেধক আনার ‘গোল’ অবান্তর। আমেরিকা এখনও এই ভাইরাসের প্রকোপে কাবু। যত দ্রুত আমরা টিকা আনতে পারব ততই ভাল। আর সেটাই আমাদের ‘গোল’।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন