যুক্তরাষ্ট্র সরবরাহ করা গোয়েন্দা তথ্যের সহায়তায়ই ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে প্রধান রণতরি ক্রুজার মস্কোভাকে ডুবিয়ে দিয়েছে। কয়েকটি মার্কিন মিডিয়া প্রতিষ্ঠান এ খবর দিয়েছে।
নাম উল্লেখ না করা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে তাদের অডেসা শহরের দক্ষিণে যাওয়া একটি জাহাজের বিষয়ে তথ্য চেয়েছিল।
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল যে জাহাজটি মস্কোভা।
তারা এর অবস্থান নিশ্চিত করতেও সহায়তা করে। এরপর ইউক্রেন সেদিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
পেন্টাগন এ খবরের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আত্মরক্ষায় সহায়তা করার জন্য গোয়েন্দা তথ্য দিয়েছে।
খবরে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, তারা জানতেন না ইউক্রেন ওই গোয়েন্দা সহায়তা পেয়ে মস্কোভাকে লক্ষ্যবস্তু করবে।
৫১০ জন নৌসেনা ও কর্মীবাহী ক্ষেপণাস্ত্রসজ্জিত মস্কোভা ইউক্রেনে রাশিয়ার নৌ আক্রমণের নেতৃত্ব দিয়েছিল। এটির ডুবে যাওয়া ছিল রাশিয়ার জন্য বড় এক সামরিক আঘাত। এর প্রতীকী তাৎপর্যও অনেক।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন বলেছিল, মজুদ গোলাবারুদে আগুন ধরায় মস্কোভায় বিস্ফোরণ ঘটে এবং বন্দরে ফিরিয়ে আনার সময় তা ডুবে যায়।