ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংসদে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় এ ভাষণ দেওয়ার কথা রয়েছে ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কার।
এ অধিবেশনে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সব মার্কিন এমপি ও সিনেটরদের আমন্ত্রণ জানিয়েছেন।
এমন সময় ইউক্রেনের ফার্স্টলেডি মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যাচ্ছেন, যখন দেশটির পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।