উড্ডয়নের ২৭ মিনিটের মধ্যে মুম্বাই বিমানবন্দরে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই বাধ্য হয়ে জরুরি অবতরণ করেন পাইলট।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল। পরে যাত্রীদের অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল দপ্তরের পরিচালক ওই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। সকাল ৯টা ৪৩ মিনিটে এ৩২০নিও বিমানটি ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড়ে যায়। একটি ইঞ্জিন বন্ধ হওয়ার পর বিমানটি ফিরে আসে ১০টা ১০ মিনিটে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, আমাদের সংস্থা যাত্রী ও বিমানের কর্মীদের নিরাপত্তার ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দেয়। আমাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখছেন।