চীনের সমুদ্র উপকূলবর্তী জিয়ামেন শহরে চলতি সপ্তাহেই ৫০ লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে করোনা (কোভিড-১৯) পরীক্ষা করতে বলা হয়েছে। ৪০ জনের মতো কোভিড পজিটিভ রোগী শনাক্তের পর ওই নির্দেশনা দেওয়া হয়।
তবে এবার শুধু শহরবাসীকেই পরীক্ষার আওতায় নেওয়া হচ্ছে তা নয়। এক আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সমুদ্রের কিছু প্রাণীও এ পরীক্ষার আওতায় আসছে।
খবরে বলা হয়, সম্প্রতি জিয়ামেন শহরের জিমেই মেরিটাইম প্যানডেমিক কন্ট্রোল ডিস্ট্রিক্ট কমিটির ইস্যু করা নোটিশে বলা হয়, যখন জেলেরা মাছ ধরা শেষ করে বন্দরে ফিরবেন তখন তাদের পাশাপাশি তারা যে সামুদ্রিক খাবার খেয়েছেন বা সামুদ্রিক যে মাছ, সেগুলোও পরীক্ষা করে দেখতে হবে।
কয়েক সপ্তাহে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ বেশ ভাইরাল হয়। সেটি হলো কয়েকজন চিকিৎসাকর্মী কিছু জীবিত মাছ ও কাঁকড়ার শরীর থেকে নমুনা নিয়ে পিসিআর পরীক্ষা করছেন। এ ভিডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই জেলেদের সামুদ্রিক খাবার পরীক্ষার নির্দেশনা এলো। যদিও বিষয়টি কিছুটা অদ্ভুত, কেননা এবারই প্রথম জীবিত মাছের কোভিড-১৯ পরীক্ষা করার বিষয়টি জানা গেল।