‘গুপ্তচর’ খুঁজে বের করতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে দুই দিনের কঠোর কারফিউ। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে কারফিউ জারি করা হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
এ ব্যাপারে সেখানকার গভর্নর ভিটালি কিম বলেন, কারফিউয়ের মাধ্যমে রাশিয়াকে সাহায্য করে, এমন ব্যক্তিতে খুঁজে পাওয়া সহজ হবে।
কিম আরও বলেন, গত সপ্তাহে আইন প্রয়োগকারী কর্মকর্তারা চারজনকে গ্রেফতার করেছে। এ রকম আরও অনেকেই আছেন। কারফিউ জারি করার এটাও একটা কারণ।
এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ দিকে জড়ো হচ্ছে রুশ সেনারা।
দক্ষিণ দিকে অবস্থিত খেরসনে ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে দক্ষিণ দিকে সেনাদের জড়ো করছে তারা।
রাশিয়ান সেনাবাহিনীর ট্রাক, ট্যাংক, কামান এবং অন্যন্য অস্ত্র ইউক্রেনের দোনবাস প্রদেশ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।