পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নিয়ে সভা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সে সময় তিনি অভিযোগ করেন যে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেসের নেতাদের একে একে জেলে দিচ্ছে। এরপরেই মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে, ওদের ৮ জনকে জেলে ভরব।