English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মমতার দলে বরুণ গান্ধীর যোগ দেয়া নিয়ে জোর গুঞ্জন

- Advertisements -

সাবেক বিজেপি নেতা বরুণ গান্ধীর তৃণমূল কংগ্রেসে যোগদানের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আজ সোমবার দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। আর এই সফর কেন্দ্র করে এমন গুঞ্জন চাউর হয়েছে। খবর এনডিটিভির।
জানা গেছে, সঞ্চয় গান্ধী ও মেনেকা গান্ধীর ছেলে বরুণ তৃণমূলে যোগ দেবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়। তবে মমতার দিল্লি সফরে এ বিষয়ে একটি চমকপ্রদ খবর সামনে আসতে পারে বলে তৃণমূলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন।
তবে এটি এখনও নিশ্চিত নয় কখন মমতা ও বরুণের দেখা হবে। তৃণমূলের আরেক নেতা জানিয়েছেন, যেসব নেতা বিজেপির ওপর ক্ষুব্ধ কিন্তু কংগ্রেসে যোগ দেবেন না, তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। এমতাবস্থায় মমতাই পারেন বিজেপিকে রুখে দিতে।
এদিকে, মূলত বিরোধী দলগুলোর সঙ্গে ঐক্যপ্রক্রিয়া এগিয়ে নিতে মমতা ব্যানার্জি দিল্লিতে সফর করছেন। যদিও এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সাক্ষাৎ করার কথা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন