English

26 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

মন্দির সরাতে হনুমানকে নোটিশ ভারতীয় রেলের

- Advertisements -

রেলের জায়গা দখল করে মন্দির বানানোর অভিযোগ এনে খোদ রামভক্ত হনুমানের নামে নোটিশ জারি করেছে ভারতের মধ্য প্রদেশের রেলওয়ে কর্তৃপক্ষ। সাতদিনের মধ্যে দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিশে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গোয়ালীয়র-শেওপুর ব্রডগেজ লাইনের কাজ শুরু হয়েছে। সেই লাইন যেখান দিয়ে যাচ্ছে সেখানেই রয়েছে হনুমানের মন্দির। এতে রেললাইনের কাজে সমস্যা হচ্ছিল। রেলের জায়গায় মন্দিরটি করা হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। তার জেরেই মন্দিরটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিলো ভারতীয় রেলওয়ে।

নোটিশে লেখা হয়েছে, ‘হনুমানজি, আপনি রেলের জমিতে ঘর তৈরি করেছেন। সাতদিনের মধ্য়ে তা সরিয়ে নেন। আপনি এ বিষয়ে পদক্ষেপ না নিলে প্রশাসন ব্যবস্থা নেবে।’

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ওই নোটিশ। অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও জিআরপির কাছেও নোটিশের কপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এর মধ্য়ে অস্বাভাবিক কিছু নেই। রেলের জায়গায় কিছু তৈরি করা হলে সেখানে নোটিশ পাঠানো হয়। এটা একেবারে স্বাভাবিক বিষয়।

তবে হনুমানের নামে কেন এই চিঠি পাঠানো হলো সে প্রসঙ্গে ঝাঁসি রেল ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা মনোজ মাথুর জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন