English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মন্ত্রীর বুকে পুলিশের গুলি, অবস্থা আশঙ্কাজনক

- Advertisements -

ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস গুলিবিদ্ধ হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে দেশটির এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি লেগেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নবকিশোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় ওই পুলিশ কর্মকর্তা দুই রাউন্ড গুলি ছোড়ে।

ব্রজরাজনগর মহকুমা পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। এতে মন্ত্রী আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ওই পুলিশের কর্মকর্তা গুলি করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন