এক বছরে তৃতীয় বারের মতো মক্কার আকাশে পবিত্র কাবা ঘরের ওপর পূর্ণ চাঁদের দৃশ্য দেখা যায়। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তা দেখার কথা জানিয়েছিল সৌদির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
জেদ্দার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান মাজেদ আবু জাহিরা জানান, ২০২১ সালের তৃতীয় বারের মতো পবিত্র কাবা ঘরের ওপর লম্বাকারে ক্ষয়প্রাপ্ত চাঁদ দেখা যাবে। পবিত্র মসজিদুল হারামে ফজরের আজানের দুই ঘণ্টা ১১ মিনিট আগে রাত ৩টা ২৩ মিনিটে এ দৃশ্য দেখা যাবে।
এর আগে জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি শীত মৌসুমের শুরু ও সমাপ্তির কথা জানায়। তাতে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে গ্রহের উত্তরের অর্ধেকে শীতের মৌসুম আগামী দুই মাস ২৭ দিন ১১ ঘণ্টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে বলে উল্লেখ করা হয়।
এ সময় চাঁদ ৮৯.৫৪ ডিগ্রি উচ্চতায় থাকবে। এ সময় তা শতকরা ৮৭ ভাগ সূর্যালোকে আলোকিত থাকবে। সূর্য থেকে পৃথককারী ১৩৭ ডিগ্রি কোণ দৈর্ঘ্য এবং তিন লাখ ৯৮ হাজার ৭৯৪ কিলোমিটার দূরত্বে এর অবস্থান থাকবে।