তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের কারণে অসংখ্য দালান ধসে পড়ে। ফলে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে ১৮৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে তুরস্ক।
গতকাল শনিবার তুরস্কের বিচারবিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভবন ধসে পড়ার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেফতার করার জন্য তদন্তের পরিসর বাড়ানো হচ্ছে।
আনুষ্ঠানিক সূত্রমতে শনিবার পর্যন্ত তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪ হাজার ১২৮। যার ফলে ২ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
এই ভয়াবহ দুর্যোগে তুরস্কের ১ লাখ ৬০ হাজার ভবন (যার মধ্যে ৫ লাখ ২০ হাজার অ্যাপার্টমেন্ট ছিল) ধসে পড়ে অথবা বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়।
বিচার বিষয়ক মন্ত্রী বেকির বজদাগ জানান, এ পর্যন্ত দালান ধ্বসে পড়ার বিষয়ে সন্দেহভাজন ৬০০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়েছে। তিনি ভূমিকম্প দুর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর দিয়ারবাকিরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আনুষ্ঠানিকভাবে গ্রেফতার ও রিমান্ডে থাকা মানুষদের মাঝে আছেন ৭৯ নির্মাণ ঠিকাদার, ভবন নির্মাণের আইনি বিষয়গুলো দেখেন এমন ৭৪ জন, ১৩ জন সম্পত্তি মালিক ও ১৮ জন ব্যক্তি যারা ভবনের নকশা পরিবর্তন করেছেন।