মেয়েটি চৌহান সম্প্রদায়ের আর ছেলেটি ছিল পানওয়ার গোষ্ঠীর। ভালোবেসেছেন একে অন্যকে।
পুলিশ জানিয়েছে, রোহরির কাছে ওই যুবকের গ্রাম শাম কালাদিতে এসে তাণ্ডব চালায় ১০-১২ জনের একটি দল। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে সবাই পালিয়ে গেছেন।
পাকিস্তানে সম্মান রক্ষায় খুনের ঘটনা খুব সাধারণ একটি বিষয়। এ দেশের মানবাধিকার কমিশনের রিপোর্টে দাবি করা হয়েছে, প্রতি বছর সম্মান রক্ষায় গড়ে অন্তত ১১৭০টি খুনের ঘটনা ঘটে পাকিস্তানে। শুধু সিন্ধু প্রদেশেই গত বছর ১২৮টি ঘটনা নথিভুক্ত হয়েছিল।
প্রসঙ্গত, এদিন আরও একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। পাঞ্জাব প্রদেশে খুন করা হয়েছে পাক-বংশোদ্ভূত দুই স্পেনীয় বোনকে। অভিযোগ রয়েছে- পরিবারের সম্মান রক্ষায় তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করেছে।