প্রেমিকের প্রতি নিজের ভালোবাসা কতটা খাঁটি, তার প্রমাণ দিতে আজব কাণ্ড ঘটিয়েছে ভারতের আসামের এক কিশোরী। এইচআইভি আক্রান্ত প্রেমিকের শরীর থেকে রক্ত নিয়ে তা নিজের দেহে প্রয়োগ করেছে ১৫ বছর বয়সী কিশোরী।
আসামের সুয়ালকুচি জেলার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রেমিককে গ্রেপ্তার এরছে পুলিশ।
স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে ওই কিশোরীরও। তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।
পুলিশ বলছে, ফেসবুকে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়। তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বেশ কয়েক বার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিল সে। পরে কিশোরীকে ফিরিয়ে নিয়ে আসে তার পরিবার।
কিন্তু এবার কিশোরী ওই যুবকের রক্ত শরীরে নেওয়ায় হতবাক হয়ে গেছেন তার পরিবারের সদস্যরা। কিশোরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ে গেছেন চিকিৎসকরাও।
চিকিৎসকরা জানান, ওই কিশোরী যা করেছে, তাতে তার প্রাণ নিয়েও সংশয় রয়েছে।