ভারতীয় পুলিশ দক্ষিণ ভারতের তেলাঙ্গানা রাজ্যের সরকারি স্কুলের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে শিশুদের যৌন-নির্যাতনের দায়ে। অপরাধী ব্যক্তি অন্তত পাঁচ নারী শিক্ষার্থীকে উপর্যপুরি যৌন-নির্যাতনের দায়ে অভিযুক্ত। নির্যাতিত বালিকাদের বয়স ছয় থেকে দশ বছরের মধ্যে।
তার এসব অপকর্ম তখনই প্রকাশিত হয় যখন তার দ্বারা নির্যাতিত এক শিশু অসুস্থ হয়ে পড়ে এবং শিশুটির মা মেয়েটির চিকিৎসার সময় এ ঘটনা জানতে পারে। এরপর ক্ষতিগ্রস্ত পরিবারটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে , এরপর তদন্তে অপরাধী এ শিক্ষক যে আরও অনেক শিক্ষার্থীর উপর যৌন-নির্যাতনের দায়ে অভিযুক্ত তা প্রকাশ পায়।
ভাদ্রদী কঠাগুডম জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট সুনীল দত্ত আল-জাজিরাকে বলেন, ‘ এ শিক্ষক লক্ষ্মীদেবিপল্লি মন্ডলের চিন্তাভারে গ্রামের এক স্কুলে নাবালিকাদের উপর যৌন-নির্যাতন করত। এক বালিকার মা-বাবা আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করে। পরে তদন্তের সময় আমরা জানতে পারি সে আরও চার বালিকাকে যৌন-নির্যাতন করেছে।
দত্ত বলেন, সে বালিকাদের স্কুল প্রাঙ্গনে উত্ত্যক্ত করত। ভারতীয় গণ-মাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, অভিযুক্ত ৪০ বছর বয়স্ক ডোড্ডা সুনীল ওই বালিকাদের হুমকি দিত, যদি তারা এ যৌন-নির্যাতনের কথা কাউকে বলে তাহলে সে তাদের ক্ষতি করবে।
বুধবার গ্রেফতার হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে ছিলেন। স্থানীয় পুলিশ সুনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন