মেলার মাঠে গানের অনুষ্ঠান চলাকালীন গেটের সামনে প্রচণ্ড ভিড়। গেট খুলতেই ভিড়ের চাপে ধস্তাধস্তিতে পদদলিত হয়ে মৃত্যু হল দুই নারীর। আহত হয়েছেন কমপক্ষে আরও চারজন। মৃতদের নাম অনিতা ছেত্রী (৪০) ও বনিতা গুরুঙ (৪৬)। গতকাল রবিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং স্টেডিয়াম মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
কালিম্পংয়ে আয়োজিত ওই সঙ্গীতানুষ্ঠানে দার্জিলিং ও কালিম্পংয়ের খ্যাতনামা গায়করা গান করেছিলেন। শিল্পীদের নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছিল। দীর্ঘক্ষণ ধরে গেটের বাইরে অপেক্ষা করেছিলেন বহু মানুষ। সেসময় গেট খুলতেই সবাই হুড়মুড় করে অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, কালিম্পং স্টেডিয়ামের সেই মাঠে ২০ হাজার মানুষ জমায়েত করেছিল। অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। রবিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উদ্যোক্তারা অনুমতি নিয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।