ভারতে অন্য ধর্মের মতো মুসলিম মেয়েদেরও বিয়ের বয়স বাড়িয়ে ১৮ করার জোরাল দাবি জানিয়েছে দেশটির জাতীয় নারী কমিশন। এই আরজি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। মামলাটি গ্রহণ করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের ডিভিশন বেঞ্চ।
ভারতের জাতীয় নারী কমিশনের পক্ষ থেকে হলফনামায় জানানো হয়েছে, অপ্রাপ্তবয়স্ক মুসলিম নারীদের মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে হিন্দুসহ অন্যান্য ধর্মের মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকেও বাড়িয়ে ২১ বছর করার প্রস্তুতি নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সেটা করার জন্য গঠিত হয়েছে সংসদীয় কমিটি। আপাতত ‘প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ (সংশোধনী) বিল, ২০২১’ সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে।