বিষাক্ত মদপান করে ভারতের বিহারে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। এরই ঘটনায় অভিযুক্ত সন্দেহে পাঁচজনকে আটক করেছে বিহার পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিহারের পুলিশ বলছে, রাজ্যটির পশ্চিম চম্পারণ জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বিষাক্ত মদ পান করে মৃত্যু হয়েছে ১৬ জনের। শুক্রবার প্রাণ হারিয়েছেন আটজন। মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা।
যদিও মৃতদের মধ্যে আট জনের পরিবারের দাবি, মারা যাওয়ার আগে মদই খাননি তাদের স্বজনরা। এই ঘটনায় এজাহার দায়ের হয়েছে। এখন মূল কারণ উদঘাটনে অধিকতর তদন্ত শুরু করেছে প্রদেশ পুলিশের বিশেষ শাখা।