ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপাত্নামে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ডে একটি ক্রেন বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে একজন।
নিউজ এজেন্সি এএনআই এই দুর্ঘটনার একটি ভিডিও টুইট করেছে, যাতে দেখা যায় যে একটি ক্রেন ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানে কর্মরত অনেক লোক ক্রেনের নীচে চাপা পড়ে যায়। যেখানে ঘটনাস্থলে ১১ জন শ্রমিক মারা গেছেন, আহত এক শ্রমিককে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
#WATCH A crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam, Andhra Pradesh. 10 dead and 1 injured in the incident, says DCP Suresh Babu. pic.twitter.com/BOuz1PdJu3
— ANI (@ANI) August 1, 2020