English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী

- Advertisements -

লোহার রেললাইনে রুচি নেই! তাই সুযোগ পেলেই মাটিতে নেমে পড়ছে ট্রেন। ভারতের নানা প্রান্তে একের পর এক ‘পথভোলা’ ট্রেনের বদৌলতে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় নতুন সংযোজন বিহারের গয়া। সেখানে রেললাইন ছেড়ে এবার ট্রেন নেমে গেলো সোজা ফসলের মাঠে।

দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে এমন একাকী ট্রেন দাঁড়িয়ে থাকার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় রেলওয়েকে নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।

জানা যায়, ঘটনাটি ঘটেছে ওয়াজিরগঞ্জ এবং কোলহ‌না স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামে। গত শুক্রবার রেললাইন ধরে গয়ার দিকে যাচ্ছিল রেলের একটি ইঞ্জিন। পথে লাইনচ্যুত হয়ে সোজা খোলা মাঠে চলে আসে সেটি। তবে এই দুর্ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নজরে পড়তেই মাঠের মধ্যে ভিড় জমায় স্থানীয় জনতা। অনাহূত অতিথির সঙ্গে চলতে থাকে সেলফি। দুর্ঘটনার খবর পেয়ে ট্রেনকে লাইনে টেনে তুলতে তৎপর হন কর্মকর্তারা। যদিও কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে মুখ খোলেননি কেউ।

এদিকে, লাইনচ্যুত হয়ে মাঠে নেমে আসা ট্রেনের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট হতেই রেলওয়ে কর্তৃপক্ষকে নিয়ে শুরু হয় কটাক্ষ। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ‘রিলমন্ত্রী’ কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘মাননীয় রেলমন্ত্রী, বিহারে একটি ছোট ঘটনা ঘটেছে। একটি রেল ইঞ্জিন পথ চলতে চলতে সোজা চাষের জমিতে চলে গেছে। ভিডিও দিলাম। আপনি বরং এটি দিয়ে একটি রিল বানিয়ে ফেলুন।’

রেল দুর্ঘটনার বিষয়ে সরব হয়েছে ভারতীয় কংগ্রেসও। আরটিআইর সাম্প্রতিক রিপোর্ট তুলে ধরে দলটি দাবি করেছে, ‘গত এক বছরে রেল দুর্ঘটনায় ৩১৩ জন যাত্রী ও চার রেলকর্মী প্রাণ হারিয়েছেন। এমন ভয়াবহ ঘটনার পরও ভারতের রেলমন্ত্রী দুর্ঘটনাকে ‘‘ছোট ঘটনা’’ বলে উল্লেখ করেন। প্রতিদিন কোথাও না কোথাও রেল দুর্ঘটনা ঘটছে, কিন্তু মোদী সরকারের কিছু যায় আসে না।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন