ভারতের লাদাখের শেওক নদীতে পড়ে সাত সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘২৬ সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে শেওক নদীতে পড়ে যায়। এতে অনেকে হতাহত হয়েছে।’
কর্মকর্তারা বলেছেন, ‘এ পর্যন্ত সাত জনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদেরও গুরুতর জখম রয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য নিবেদিত প্রচেষ্টা চলছে। আরও গুরুতর আহতদের পশ্চিম কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনীর কাছ বিমান চেয়ে অনুরোধ জানানো হয়েছে।’