দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে ধ্যান করার সময় ফরাসি এক নারী পর্যটক নিজের গাইডের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় একাধিক গণমাধ্যম সহ যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফরাসি ওই নারীকে যৌন নির্যাতন অভিযোগের তদন্ত শেষে ভেঙ্কটেশন নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী ভেঙ্কটেশন ওই নারীকে ধ্যানের অজুহাতে তিরুভান্নামালাইয়ের অরুণাচল পাহাড়ের একটি নির্জন ও নিষিদ্ধ এলাকায় নিয়ে যান। পরে সুযোগ বুঝে ওই নারীকে তিনি যৌন নিপীড়ন করেন।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী চলতি বছরের জানুয়ারিতে তিরুভান্নামালাই আসেন এবং একটি ব্যক্তিগত লজে অবস্থান করছিলেন। বিভিন্ন আশ্রম ও তীর্থস্থান ঘুরতে গিয়ে তিনি ভেঙ্কটেশনের সঙ্গে পরিচিত হন। গত সোমবার (১৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাজ্যের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন পাহাড়ের একটি নিষিদ্ধ এলাকায় নিয়ে যান এবং ধ্যানের জন্য এটি উপযুক্ত স্থান বলে মিথ্যা তথ্য দেন। সেখানেই পরে তাঁর ওপর যৌন নিপীড়ন চালানো হয় বলে অভিযোগ করেন ওই নারী।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, নারীটি চিৎকার করে সাহায্য চাইলে গিরিভালাম পথের আশপাশের ভক্ত ও পথচারীরা এগিয়ে আসেন। গিরিভালাম পথটি অরুণাচল পাহাড়ের চারদিকে জনপ্রিয় একটি পায়ে চলার পথ।
তিরুভান্নামালাইয়ের পুলিশ সুপার এম সুধাকর বলেছেন, ‘আমরা অভিযুক্তকে শনাক্ত করতে বিশেষ দল গঠন করি। একাধিক সাক্ষী জানিয়েছেন, তারা ভুক্তভোগীকে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে পাহাড়ে উঠতে দেখেছেন।
বর্তমানে ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে ২০১৮ সালে তিরুভান্নামালাই শহরের একটি সার্ভিস অ্যাপার্টমেন্টে ২১ বছর বয়সী এক রুশ নারীকে মাদক প্রয়োগ করে গণধর্ষণের ঘটনা ঘটেছিল।
এবার ফরাসি এই নারীর ওপর যৌন নিপীড়নের ঘটনা এমন এক সময়ে ঘটল, যার কয়েক সপ্তাহ আগেই দিল্লির মহিপালপুর এলাকায় এক ব্রিটিশ নারী পর্যটককে ধর্ষণে অভিযোগ উঠেছে।
এ ছাড়া এর কয়েক দিন আগেই কর্ণাটকের ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কাছে ২৭ বছর বয়সী এক ইসরায়েলি নারী ও তাঁর ভারতীয় হোমস্টে অপারেটরকেও গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।