English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ভারতে থামছেই না করোনার তাণ্ডব: একদিনে মৃত্যু ৪১৫৭

- Advertisements -

ভারতে থামছেই না করোনার তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন চার হাজার ১৫৭ জন। একইসময়ে নতুন রোগী পাওয়া গেছে দুই লাখ আট হাজার। এসময় ২২ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষাও করেছেন ভারত। বুধবার (২৬ মে) এসব খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, করোনায় এখন পর্যন্ত ভারতে মোট মৃত্যুর সংখ্যা তিন লাখ ১১ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ৭১ লাখ।

তবে দেশটিতে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমছিল। বুধবার তা ২৫ লক্ষের নীচে নেমেছে।

মহারাষ্ট্রে সংক্রমণ ২৫ হাজারের নীচে নেমেছে গত দু’তিন ধরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এই তিন রাজ্যেই মৃত্যু সবথেকে বেশি। কেরলে ১৭৭ জন, উত্তরপ্রদেশে ১৫৭ জন, দিল্লিতে ১৫৬ জন, পশ্চিমবঙ্গ ১৫৭ জন, রাজস্থানে ১০৫ জন, হরিয়ানায় ১২৮ জন, বিহারে ১০৪ জন, পঞ্জাবে ১৭৪ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন