ভারতে টানা ৭ দিন স্বর্ণের বাজারে দরপতন দেখা গেল। আজ শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে গোল্ড ফিউচারসের দাম ০.০৭ শতাংশ কমে যায়। এর জেরে ১০ গ্রাম প্রতি সোনার দাম দাঁড়ায় ৪৬ হাজার ৬৯১ রুপি। একইসঙ্গে রুপার দাম কমে ০.৩ শতাংশ। এর জেরে প্রতি কেজি রুপার দাম হয় ৬৮ হাজার ৪৩৯ রুপি।
এর আগের সেশনে স্বর্ণ ও রুপার দাম পর্যায়ক্রমে ০.৭৫ এবং ০.৬ শতাংশ কমেছিল। গত সপ্তাহে স্বর্ণের দাম ৪৮.৪০০ রুপিতে নেমেছিল। যা দু’মাসে সর্বোচ্চ ছিল। তারপর বিশ্ব বাজারের রেশ ধরে স্বর্ণের দাম ক্রমশ নিম্নমুখী হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে চলতি বছরে মার্কিন বন্ড ইয়েল্ডের চাহিদা বাড়ায় স্বর্ণের চাহিদা কমে যায়। এর জেরে দাম কমতে থাকে স্বর্ণের। এর আগে ২০২০ সালের আগস্টে ১০ গ্রামের সোনার দাম গিয়ে পৌঁছায় ৫৬ হাজার ২০০ রুপিতে। আর রুপা এক কেজি দাম প্রায় ৮০ হাজারে পৌঁছায়।