ইচ্ছা ছিল বাইক চালিয় গোটা ভারত ঘুরে দেখবেন। কিন্তু ভারতে ঘুরতে আসাটাই যেন কাল হয়ে দাঁড়ালো স্পেনের এক নারী ও তার স্বামীর জন্য। শুক্রবার (১ মার্চ) রাতে ঝাড়খণ্ডের দুমকা জেলায় তাবুতে রাত্রীযাপনের সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী, যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা ভারতে।
এরই মধ্যে ঘটনায় জড়িত ৭ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বাইকে করে গোটা বিশ্ব ঘুরে দেখার মিশনে বের হয়েছিলেন ওই নারী (৩৫) ও তার স্বামী।
সম্প্রতি তারা ভারতে আসেন। দেশটির ঝাড়খণ্ড হয়ে নেপালে যাওয়ার কথা ছিল তাদের। শুক্রবার ঝাড়খণ্ডের দুমকা জেলার হাঁসদিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা হয়ে যায় ও তারা একটি অস্থায়ী তাবু টানিয়ে রাত্রীযাপনের সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ওই নারী একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেখানে তিনি ঘটনার বিবরণ দেন। ওই নারী বলেন, ভারতে আমাদের সঙ্গে এমন কিছু ঘটেছে, যা আমরা চাই না অন্য কারো সঙ্গে ঘটুক। সাতজন লোক আমাকে ধর্ষণ করেছে। ওই রাতে আমি হাসপাতালে ছিলাম।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের আঘাতের ছবি শেয়ার করে তিনি লেখেন, আমি ভেবেছিলাম, আমরা মারা যাচ্ছি। কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা বেঁচে আছি। দুর্বৃত্তরা আমাকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। আমার স্বামীকে মারধর করেছে ও আমাদের জিনিসপত্রও লুট করে নিয়ে গেছে।
এদিকে, ঝাড়খণ্ড পুলিশ তদন্তের স্বার্থে পোস্ট সরানোর অনুরোধ করায় ইন্সটাগ্রামের ওই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি।