অভ্যন্তরীণ ফ্লাইটে নতুন রেকর্ড গড়েছে ভারত। একদিনেই দেশটিতে বিমানে উড্ডয়ন করেছে ৪৫ লাখ ৬০ হাজার মানুষ।
গত ৩০ এপ্রিল এই মাইলফলকে পৌঁছায় ভারত। এদিন দেশটিতে ২ হাজার ৯৭৮টি ফ্লাইট পরিচালনা করা হয়।
ভারতের বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দিয়া টুইটে বলেছেন, করোনা পরবর্তী সময়ে এই তরতর করে অভ্যন্তরীণ ফ্লাইটের হার বাড়া ভারতের উচ্চ অগ্রগতিরই প্রতিফলন।
২০২৩ সালের প্রথম তিন মাসে ভারতে অভ্যন্তরীণ ফ্লাইটে ৩৭.৫ মিলিয়ন যাত্রী চলাচল করেছে। যা আগের বছরের (২০২২) একই তুলনায় ৫১.৭ শতাংশ বেশি।
করোনার সময় নানা বিধি-নিষেধের কারণে ভারতের অভ্যন্তরীণ ফ্লাইটেও ভাটা পড়ে। তবে চলতি বছর করোনার প্রায় সব রকম বিধি-নিষেধ উঠে যাওয়ার কারণে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইট ও যাত্রীর সংখ্যা বেড়েছে।