ভারতের মধ্য প্রদেশের সিধি জেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রাজধানী ভোপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, বাসটি সিধি থেকে সাতনায় যাচ্ছিল। এতে অর্ধশতাধিক যাত্রী ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে একটি সেতু থেকে বাসটি খালে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালে পড়ার পর বাসটি পুরোপুরি ডুবে যায়।
জেলা পুলিশ সুপার ধর্মবির সিং বলেছেন, ‘আমরা ৩৭ জনের মৃতদেহ পেয়েছি এবং এগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। েএদের মধ্যে ১৬ জন নারী, এক শিশু ও ২০ পুরুষ রয়েছেন।
রাজ্যের দুর্যোগ মোকাবিলা দল ও অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যান। পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালানো হয়েছে।