English

21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

ভারতের মণিপুরে নিতীশের ৬ বিধায়কের ৫ জনই বিজেপিতে

- Advertisements -

ভারতের মণিপুর বিধানসভায় নিতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) ছয় বিধায়কের পাঁচজনই গতকাল শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন।

কয়েক সপ্তাহ আগে বিহারে বিজেপির সঙ্গে জোট সরকার ভেঙে দেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিহারে এ নিয়ে ৯ বছরে দুবার বিজেপির সঙ্গে নিতীশের জোট ভাঙল।

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে মণিপুর বিধানসভার ৩৮টি আসনের মধ্যে ৬টিতে জয় পায় জেডিইউ।

দলটি বিহারের পর মণিপুরেও বিজেপির সঙ্গ ছাড়তে পারে বলে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল।
বিজেপিতে যোগ দেওয়া বিধায়করা হলেন- খুমুকচাম জয়কিসান সিং, নগুরসাংলুর সানাতে, মো. আছাব উদ্দিন, সাবেক ডিজিপি এলএম খাউতে ও থাংজাম অরুণকুমার।
মণিপুর বিধানসভার বিধায়কদের বিজেপিতে যাওয়া নিয়ে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন জেডিইউ ও বিজেপি নেতারা। বিহার বিজেপির সংসদ সদস্য ও নিতীশ কুমারের দীর্ঘদিনের সাবেক ডেপুটি সুশীল কুমার মোদি এক টুইট বার্তায় লিখেছেন, অরুণাচলের পর মণিপুরও জেডিইউমুক্ত। খুব শিগগিরই বিহারও জেডিইউমুক্ত করবেন লালুজি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন