যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে পশ্চিমাদের সমালোচনা করেছেন তিনি। এর আগেও ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন ইমরান।
খবরে বলা হয়, পাকিস্তানের লাহোরে পিটিআইয়ের এক জনসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি বক্তব্যের ভিডিও চালিয়ে দেখান ইমরান। এতে দেখা যায়, স্লোভাকিয়ায় এক আলোচনাসভায় কথা বলছেন জয়শঙ্কর।
জনসভায় ইমরান খান বলেন, ‘ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা লাভ করে। কিন্তু ভারত নিজের দেশের নাগরিকদের জন্য পররাষ্ট্রনীতি তৈরি করেছে। আমরা নতজানু পররাষ্ট্রনীতি আঁকড়ে রয়েছি। ’
ইমরান দাবি করেন, ভারতের কৌশলগত মিত্র থাকায় বাধা সত্ত্বেও তারা রাশিয়া থেকে তেল কিনছে। কিন্তু পাকিস্তান পারছে না।
ওই ভিডিওতে জয়শঙ্কর বলছিলেন, ‘ইউরোপ তাদের প্রয়োজনে রাশিয়া থেকে গ্যাস কিনছে। আমরা আমাদের জনগণের প্রয়োজনে জ্বালানি কিনছি। ’
ভিডিও দেখানো শেষে ইমরান বলেন, ‘এমন বক্তব্য একমাত্র স্বাধীন দেশের হয়।