ভারতের কংগ্রেস দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘আমি আমার ভাইয়ের (রাহুল গান্ধী) জন্য জন্য জীবন দিতে পারি, সেও আমার জন্য জীবন দিতে পারে। ’ রাহুল গান্ধীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে- বিজেপির এমন দাবিকে উড়িয়ে দিয়ে আজ রবিবার এ মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন, ‘প্রিয়াঙ্কা ও রাহুলের মধ্যে ফাটলের কারণে কংগ্রেস আরো মুখ থুবড়ে পড়বে। ’ এ মন্তব্যের জবাবে রবিবার প্রিয়াঙ্কা ওই কথা বলেন।
এ সময় যোগী আদিত্যনাথকে পাল্টা প্রশ্ন করেন প্রিয়াঙ্কা, ‘কোথায় ফাটল’?
তিনি আরো বলেন, ‘ফাটল আসলে যোগীর মনের মধ্যে। তিনি মনে হয় তার, নরেন্দ্র মোদি ও অমিত শাহের ফাটলের কথা বলেছেন। ’
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। দলের পক্ষ থেকে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা।