ব্রিটেনে গত এক সপ্তাহে ৭৮৫ জন মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে মারা গেছেন ২০৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জন।
নতুন করে আরো ৩৭ হাজার ৪৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ১০৬ জনে।
গতকাল সোমবার ৪৫ ও রবিবার ৬৮ জন করোনায় মৃত্যুবরণ করেন। সোমবার ৪১ হাজার ১৯২ এবং রবিবার ৩৭ হাজার ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
ব্রিটেনে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৮২ লক্ষ ৯২ হাজার ৮১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ৯৮ জন।
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় যুক্তরাজ্যের সরকারি ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়।