অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে বাদ দেওয়া হচ্ছে ব্রিটিশ রাজা-রানির ছবি। দীর্ঘদিনের নিয়মের ব্যতিক্রম করে নতুন করে ছাপানো পাঁচ ডলারের নোটে বাদ দেওয়া হচ্ছে ব্রিটিশ রাজা-রানির ছবি। তার পরিবর্তে সেখানে আদিবাসী নকশা রাখা হবে।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
আরবিএ বলছে, নতুন করে ছাপানো পাঁচ ডলারে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবির স্থানে এমন কিছু থাকবে যা প্রথম অস্ট্রেলিয়ানদের সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান করবে। পাঁচ ডলারের নোটের অন্য পাশে থাকবে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের ছবি। পাঁচ ডলারই ছিল অস্ট্রেলিয়ার অবশিষ্ট ব্যাংক নোট, যেখানে এখনো ব্রিটিশ সিংহাসনে আসীন ব্যক্তির ছবি রয়েছে। তবে রাজা-রানির ছবি বাদ দেওয়ার কথা বললেও নতুন নোটটি প্রকাশ্যে আসতে বেশ কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।