English

25 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ ব্রিটিশ নারী সাংবাদিক

- Advertisements -

ব্রাজিলে ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন একজন নারী ব্রিটিশ সাংবাদিক। তার নাম শার্লট অ্যালিস পিট। তাকে খুঁজে বের করতে কাজ করছে ব্রাজিল কর্তৃপক্ষ।

সাও পাওলোর জননিরাপত্তাবিষয়ক সচিবালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে ও ঘটনা স্পষ্ট করার জন্য তদন্ত চালাচ্ছে।

ব্রাজিলে বিদেশি প্রেস সংবাদদাতাদের সমিতি (এসিআইই) ৩২ বছর বয়সী এই ব্রিটিশ সাংবাদিক নিখোঁজ হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পিট শেষবার ৮ ফেব্রুয়ারি রিও ডি জেনিরোতে তার এক বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানান যে, তিনি সাও পাওলো থেকে সেখানে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং থাকার জন্য একটি জায়গার প্রয়োজন।

এর কয়েকদিন পরে যুক্তরাজ্যে পিটের পরিবার একই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এবং জানায় যে, তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিদেশি সংবাদদাতাদের সমিতি জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে রিও ডি জেনিরো থেকে একজন ফ্রিল্যান্স সংবাদদাতা হিসেবে কাজ করতেন। এরপর তিনি লন্ডনে ফিরে যান।

জানা গেছে, গত বছরের নভেম্বরে তিনি ব্রাজিলে ফিরে আসেন।

ব্রাজিলে থাকাকালীন পিট আল জাজিরা, দ্য টাইমস অব লন্ডন ও দ্য ইভিনিং স্ট্যান্ডার্ডসহ বেশ কিছু গণমাধ্যমের জন্য কাজ করতেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ওমরাহ শেষে দেশে ফিরলেন বাবর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন