ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
আলজাজিরার তথ্যমতে, আঘাত হানা ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির রিও গ্রান্দে দো সালের রাজ্যের অন্তত ৬০টি শহর এই ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে শহরগুলোতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। পানি নেমে যাওয়ার পর বিভিন্ন শহর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে হঠাৎ পানি বেড়ে বাড়িঘর ডুবে যাচ্ছিল। ফলে জিনিসপত্রগুলোকে বিছানা, টেবিলের ওপরে রাখার চেষ্টা করেও লাভ হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্রাজিল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। গত জুন মাসে আরেকটি ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল।