ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু রয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন।
দুদিন ধরে প্রদেশটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
ইতোমধ্যেই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, পন্টা নেগ্রা এলাকায় ভূমিধসে মা ও পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া শিশুকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাতে বৃষ্টির কারণে শহরের রাস্তাগুলো প্লাবিত হয়ে যায়। এতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়। পরে ভূমিধস হয়েছে।
ব্রাজিলের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের অনুসন্ধান চালানো হচ্ছে।