মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে ভারতের মুম্বাই শহরে। তবে বৃষ্টির সঙ্গে ছিল ব্যাপক ধুলাঝড়। সোমবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে শহরটিতে ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে শহরের আশপাশের এলাকার বাসিন্দারা গরম থেকে কিছুটা স্বস্তি পেলেও ধুলাঝড়ের কারণে বাড়তি অস্বস্তি সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির।
বৈরি আবহাওয়ার কারণে এসময় মুম্বাই শহরে যানযট সৃষ্টি হয়। শহরের ঘাটকোপার, বান্দ্রা কুরলা, ধারাভি এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টি দেখা গেছে। মুম্বাই বিমানবন্দরে ল্যান্ডিং এবং টেকঅফ অপারেশন, দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ ঘণ্টার মধ্যে বজ্র ও দমকা হাওয়াসহ মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, মুম্বাইয়ের ঘাটকোপার পূর্ব এলাকায় টিনের ছাদ ধসে আটকা পড়ে সাতজন আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
মুম্বাইয়ের একটি পেট্রোল পাম্পে ১০০ ফুট লম্বা একটি বিলবোর্ড ধসে যানবাহন এবং লোকজনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, উদ্ধার অভিযান চলছে।